বসন্তকালীন কৃষিকাজে মেতে উঠেছে চীন
2022-02-22 14:08:46


ফেব্রুয়ারি ২২, সিএমজি বাংলা ডেস্ক:  চীনে এখন বসন্তকালীন কৃষিকাজের মৌসুম চলছে। বিশেষ করে পূর্ব ও দক্ষিণপশ্চিম চীনের বিভিন্ন প্রদেশ ও অঞ্চলে শীতকালের ঠাণ্ডা কমে গিয়ে বসন্তকালের উষ্ণতা দেখা দিচ্ছে।  এসময় মাটি চষা, বীজ বপন, চারা রোপণসহ নানা রকম কৃষিকাজে ব্যস্ত হয়ে পড়েছে কৃষক।

কোন কোন মৌসুমী ফসল ঘরে তোলাও শুরু হয়েছে।

পূর্ব চীনের শানতুং প্রদেশে চৌফিং সিটির কৃষিক্ষেত্রে কৃষকরা ব্যস্ত।

দক্ষিণ পশ্চিম চীনের ইউননান প্রদেশের বিনছুন কাউন্টির চিচুশান টাইনের ফল খামারগুলোতে কৃষকরা ব্যস্ত জমির কাজে।

দক্ষিণ পশ্চিম চীনের কুইচোও প্রদেশের ইয়ুফিং তং অটোনোমাস কাউন্টির থংরেন শহরের সিনডিয়ান টাউনে কৃষকরা চারা রোপণের কাজ করে চলেছেন। এই জায়গার সরিষাজাতীয় ফসল এর মধ্যেই ঘরে তোলা শুরু হয়েছে।

পূর্ব চীনের আনহুই  প্রদেশে বোওচোও এলাকার শিহ্য টাউনের ওয়েইলি গ্রামে এখন চলছে ভেজা শিকড়বাকর ও খড় দিয়ে জমিকে উন্নত করার কাজ।

সবমিলিয়ে দক্ষিণপশ্চিম ও পূর্ব চীনের কৃষক এখন ব্যস্ত বসন্ত মৌসুমের কৃষিতে।

শান্তা/রহমান

ছবি: সিনহুয়া