অমর একুশে: বাঙালির শোক ও গৌরবের দিন আজ
2022-02-21 19:15:40

ঢাকা, ফেব্রুয়ারি ২১: বাঙালির শোক ও গৌরবের একুশে ফেব্রুয়ারি- মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। মায়ের ভাষার অধিকার রক্ষায় জীবন উৎসর্গের মহিমায় উদ্ভাসিত বাঙালির একুশে ফেব্রুয়ারি আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে।

১৯৫২ সালের এ দিনে মায়ের ভাষার অধিকার রক্ষায় রাজপথে বুকের রক্ত ঢেলে দিয়েছেলেন বাংলা মায়ের অকুতোভয় সন্তানেরা। সালাম, বরকত, রফিক, জব্বার, শফিকের রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ। এর মধ্য দিয়ে শুধু ভাষার দাবিই প্রতিষ্ঠিত হয়নি, ভাষা-শহীদদের আত্মদানের পথ ধরে স্বাধীনতার পথে এগিয়ে গেছে বীর বাঙালি।

একুশে ফেব্রুয়ারিতে জাতি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে ভাষা শহীদদের। একুশের প্রথম প্রহরে রাষ্ট্রীয় শ্রদ্ধার পর মানুষের ঢল নামে শহীদ মিনারে। ফুলেল শ্রদ্ধায় ভরে ওঠে শহীদ মিনারের বেদি। এ উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রক্তাক্ত ভাষা আন্দোলনের ৭০ বছর পূর্ণ হলেও রাষ্ট্রের সর্বস্তরে প্রচলিত হয়নি বাংলা ভাষা। এ নিয়ে গভীর মর্মবেদনা প্রকাশ করেন প্রবীণ ভাষাসংগ্রামীরা। বিশেষ দিনে শুধু শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন নয়, সারা বছর বাংলা ভাষার চর্চা এবং রাষ্ট্রের সর্বস্তরে বাংলা প্রচলেনের উদ্যোগ নিতে বলেন বর্ষীয়ান এ ভাষাসংগ্রামী।