বাংলা ভাষা নিয়ে আমাদের হীনমন্যতা রয়েছে: আহমদ রফিক
2022-02-21 19:12:25

ঢাকা, ফেব্রুয়ারি ২১: ভাষা নিয়ে আমাদের আবেগ অনুভূতি সাময়িক ও বিশেষ দিন নির্ভর বলে মন্তব্য করেছেন প্রবীণ ভাষাসংগ্রামী আহমদ রফিক। শহীদদের প্রতি শ্রদ্ধা লোক দেখানো আনুষ্ঠানিকতা বলে মন্তব্য তার। শুধু তাই নয়, বাংলা ভাষা নিয়ে আমরা হীনমন্যতায় ভোগী বলেও মনে করেন তিনি।

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এ সব কথা বলেন বর্ষীয়ান এ ভাষাসংগ্রামী। আহমদ রফিক বলেন, যে চেতনা নিয়ে তারা ভাষা আন্দোলন করেছিলেন তা আজও প্রতিষ্ঠিত হয়নি। ভাষা আন্দোলনেরর ৭০ বছর পরও সর্বস্তরে বাংলা ভাষা চালু না হওয়ায় খেদ প্রকাশ করেন তিনি।

আহমদ রফিক মনে করেন, স্বাধীনতার পর কোনো সরকারই সর্বস্তরে বাংলা প্রচলনের জন্য ঐকান্তিকভাবে চেষ্টা করেনি। কারণ এতে তাদের স্বার্থহানির আশঙ্কা থাকে। কোনো বিরোধী রাজনৈতিক দল এমনকি বামপন্থীরাও বিষয়টিকে তাদের রাজনৈতিক কর্মসূচিতে জোরালোভাবে আনেনি।

বড় ধরনের কোনো রাজনৈতিক বা সামাজিক-সাংস্কৃতিক আন্দোলন ছাড়া এ পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না বলেও মনে করেন ভাষা আন্দোলন নিয়ে অনেকগুলো গ্রন্থের রচয়িতা আহমদ রফিক।

হাশিম/সাজিদ।