চলে গেলেন কবি কাজী রোজী
2022-02-20 19:36:24

ঢাকা, ফেব্রুয়ারি ২০: চলে গেলেন বাংলাদেশের একুশে পদকপ্রাপ্ত কবি ও রাজনীতিক কাজী রোজী। চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

কাজী রোজীর পরিবার জানায়, করোনাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি, যার ফলে তার মস্তিক কাজ করছিল না। গত ৩০ জানুয়ারি থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন এবং ৪ ফেব্রুয়ারি থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

পরিবারের সদস্য ঢাকার বাইরে থাকায় কাজী রোজীর দাফনের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।

কবি কাজী রোজী ১৯৪৯ সালের ১ জানুয়ারি সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০০৭ সালে তথ্য অধিদপ্তরের একজন কর্মকর্তা হিসেবে অবসর নেন। পরে রাজনীতিতে আসেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসন সংসদ সদস্য হন তিনি।

গত শতাব্দির ষাটের দশকে কবিতা লেখা শুরু করেছিলেন কাজী রোজী। কবিতায় বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও ২০২১ সালে একুশে পদকে ভূষিত হন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো ‘লড়াই, ‘পথঘাট মানুষের নাম, ‘আমার পিরানের কোনো মাপ নেই’ প্রভৃতি।

কাজী রোজীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীসহ রাজনৈতিক নেতারা।

রহমান/হাশিম/শান্তা