বাংলাদেশে লক্ষ্যমাত্রার ২৪ শতাংশ ধান ও ৮৮ শতাংশ চাল সংগ্রহ
2022-02-19 18:54:59


ঢাকা, ফেব্রুয়ারি ১৯: বাংলাদেশে চলতি মৌসুমে ধান ও চাল সংগ্রহের ক্ষেত্রে লক্ষ্যমাত্রার ২৪ শতাংশ ধান ও ৮৮ শতাংশ চাল সংগ্রহ করা সম্ভব হয়েছে। খাদ্য অধিদপ্তরের সূত্রে স্থানীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে।

সরকারিভাবে এই মৌসুমে আমন ধান ও চাল সংগ্রহের সময়সীমা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারিত।

এর আগে চলতি আমন মৌসুমে সরকার অভ্যন্তরীণ অভ্যন্তরীণ বাজার থেকে ২৭ টাকা কেজি দরে তিন লাখ মেট্রিক টন ধান ও ৪০ টাকা কেজি দরে পাঁচ লাখ টন সিদ্ধ চাল কেনার সিদ্ধান্ত নিয়েছিল। গত ৩১ অক্টোবর খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। পরে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা আরও দুই লাখ ২০ হাজার টন বাড়ানো হয়। গত ৭ নভেম্বর থেকে আমন ধান ও চাল কেনা শুরু হয়েছিল।

শান্তা/হাশিম