শিক্ষা প্রতিষ্ঠান খুলছে ২২ ফেব্রুয়ারি, থাকতে হবে টিকা সনদ
2022-02-17 16:23:38

ঢাকা, ফেব্রয়ারি ১৭: বাংলাদেশেল ১২ বছরের বেশি বয়সী যেসব শিক্ষার্থী করোনাভাইরাসের দুই ডোজ টিকা নিয়েছে, তাদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হচ্ছে আগামী ২২ ফেব্রুয়ারি। তবে দ্বিতীয় ডোজ টিকা না পর্যন্ত শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস করতে হবে। এদিকে, টিকা নেওয়া না থাকায় ও সংক্রমণের হার এখনো যথেষ্ট পরিমাণে না কমায় প্রাথমিক বিদ্যালয় এখনই খুলছে না।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিচালনা করতে হবে।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় ও কলেজগুলো খুলে দেওয়া হবে। যেসব শিক্ষার্থী ভ্যাকসিনের দুই ডোজ নিয়েছে, তারা সশরীরে উপস্থিত হয়ে ক্লাস করতে পারবে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘১২ বছরের বেশি বয়সী ১ কোটি ২৬ লাখ ৫৭ হাজার শিক্ষার্থীকে করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া হয়েছে। এর মধ্যে ৩৪ লাখ ৪০ হাজার শিক্ষার্থী দ্বিতীয় ডোজ নিয়েছেন।’

আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে অধিকাংশ শিক্ষার্থীর দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেওয়া শেষ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের কথা তুলে ধরে দীপু মনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের মতো করে সময়সূচি নির্ধারণ করে নিতে পারবে। তারাও ২২ ফেব্রুয়ারি থেকে শ্রেণিকক্ষে পাঠদান শুরু করতে পারবে। তবে সব ক্ষেত্রেই স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে।

অভি/ সাজিদ