কমতে পারে শীত, বৃষ্টির সম্ভাবনা
2022-02-17 18:02:58

ঢাকা, ফেব্রুয়ারি ১৭: বাংলাদেশে আবারো আগামী কয়েক দিন তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া কয়েক দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে তারা।

এদিকে, বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া বার্তা বলা হয়, বৃহস্পতিবার শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ৯.৬ ডিগ্রি সেলসিয়াস।

সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা পড়তে পারে।

সকাল থেকে ঢাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ।

পরবর্তী তিন দিনে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

সাজিদ/রহমান