সহকর্মী বরখাস্তের প্রতিবাদ দুদক কর্মীদের, মানববন্ধন
2022-02-17 16:58:23

ঢাকা, ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন –দুদকের এক উপ-সহকারী পরিচালককে অপসারণের প্রতিবাদ জানিয়েছেন সংস্থাটির কর্মীরা। বৃহস্পতিবার দুপুরে দুদক কার্যালয়ের সামনে মানববন্ধন করেন তারা। এর আগে দুদক সচিব বরাবর একটি স্মারকলিপিও পেশ করা হয়।

ক্ষুব্ধ কর্মীরা জানান, বুধবার দুদক চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ সই করা এক প্রজ্ঞাপনে মো. শরীফ উদ্দিন নামের ওই কর্মকর্তাকে অপসারণ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, দুর্নীতি দমন কমিশনের (কর্মচারী) চাকরি বিধিমালা, অনুযায়ী পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হলো।

কমিশনের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে জানিয়ে প্রজ্ঞাপনে বলা হয়, ১৬ ফেব্রুয়ারি থেকে আদেশ কার্যকর হবে।

মানববন্ধনে উপস্থিত দুদকের কর্মকর্তারা বলেন, “ইনভেস্টিগেশন-ইনকোয়ারি করতে গিয়ে তাদের বেশ কিছু সমস্যায় পড়তে হয়। কমিশন যৌক্তিকভাবে এসব সমস্যা বিবেচনা করবে বলেও আশা প্রকাশ করেন তারা।

সাজিদ/ রহমান