সারের দাম বাড়ানোর কোনো প্রস্তাব পাননি অর্থমন্ত্রী, ভর্তুকি কমাতে তাগিদ
2022-02-16 19:36:35

ঢাকা, ফেব্রুয়ারি ১৬:  সারের দাম বাড়ানোর কোনো প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে আসেনি বলে জানিয়েছেন বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ষষ্ঠ বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। ভার্চুয়ালি যোগ দিয়ে বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী।

সারের দাম বাড়বে কিনা- এমন এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, কৃষিমন্ত্রী সারের ক্ষেত্রে ২৮ হাজার টাকা ভর্তুকি চেয়েছেন। অর্থ মন্ত্রণালয় শুধু ভর্তুকি কমাতে চাপ দিচ্ছে- সারের দাম বাড়ানো নিয়ে নয়।

অর্থমন্ত্রী আরও জানান, মন্ত্রিসভা কমিটিতে ক্রয় সংক্রান্ত প্রস্তাবনাগুলোর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের দুটি, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের একটি, স্থানীয় সরকার বিভাগের একটি এবং কৃষি মন্ত্রণালয়ের একটি প্রস্তাবনা বিবেচনায় নেওয়া হয়েছে।

হাশিম/শান্তা