মার্চ থেকে শুরু খাদ্য বান্ধব কর্মসূচি’
2022-02-16 19:32:37

ঢাকা, ফেব্রুয়ারি ১৬: বাংলাদেশে আসন্ন রমজানে চালের দাম আর বাড়বে না বলে নিশ্চিত করলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম। আগামি মার্চ মাস থেকে দেশে খাদ্য বান্ধব কর্মসূচি শুরু হবে বলেও জানান তিনি।

বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে খাদ্য সচিব এ কথা জানান।

বর্তমানে ক্রমবর্ধমান চালের দামের প্রতি দৃষ্টি আকর্ষণ করে রমজানে চালের দাম বৃদ্ধির বিষয়ে আশংকা প্রকাশ করলে তিনি রমজানে চালের দাম আর না বাড়ার নিশ্চয়তা দেন।

তিনি বলেন, মার্চ মাস থেকে খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হবে এবং ৫০ লাখ পরিবার ৩০ কেজি করে চাল পাবে।

বাংলাদেশে ২০ লাখ টনের বেশি খাদ্যশস্য মজুদ আছে বলেও জানান নাজমানারা খানুম।

শান্তা/হাশিম