জনগণের অর্থ খরচে আরও সাবধান হতে হবে: পরিকল্পনামন্ত্রী
2022-02-15 19:05:26

ঢাকা, ফেব্রুয়ারি ১৫: প্রকল্পে অর্থ খরচ নিয়ে বাংলাদেশের জনগণ খুবই সচেতন উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, জনগণের অর্থ সাবধানে খরচ করতে হবে। কোনোভাবেই যেন অপচয় না হয়।

মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের এনইসি সম্মেলন কক্ষে এক কর্মশালায় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘প্রকল্পে কে টাকা দিলো, কত সুদে দিলো, কেন দিলো- এসব বিষয়ে সাধারণ মানুষ অনেক খবর রাখেন। তাই অহেতুক খরচ পরিহার করতে হবে।‘

পরিসংখ্যান বিভাগের বিষয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ পরিসংখ্যান বিভাগ জনশুমারিসহ নানা শুমারি ও জরিপ করে থাকে। এসব জরিপের বিষয়ে মানুষ জানতে চায়, তাই কাজগুলো সঠিকভাবে বাস্তবায়ন করার পরামর্শ দেন তিনি।

অভি/শান্তা