চীনের লণ্ঠন উৎসব আজ
2022-02-15 18:20:00

ফেব্রুয়ারি ১৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনে আজ উৎসবের আমেজ। নববর্ষের প্রধান উৎসবের পরেই যেটি  এ সংশ্লিষ্ট সবচেয়ে বড়  সেটি হলো লণ্ঠন উৎসব। এর আরেকটি নাম হলো ইউয়ান সিয়াও চিয়ে। চীনের ঐতিহ্যবাহী চান্দ্র পঞ্জিকা বা লুনার ক্যালেন্ডার অনুযায়ী প্রথম চান্দ্র মাসের ১৫তম দিনে এ উৎসব পালন করা হয়। বলা হয় বছরের প্রথম মাসের প্রথম পূর্ণিমায় এই উৎসব। চীনের ঐতিহ্যবাহী ক্যালেন্ডারে উৎসবগুলো মূলত চাঁদ কেন্দ্রিক।

আজ লণ্ঠন উৎসব উপলক্ষ্যে চীন জুড়ে শোভা পাচ্ছে অসংখ্য লাল রঙের লণ্ঠন। লোকজ রীতি অনুযায়ী এদিন আতশবাজিও পুড়ানো হয়। তবে আজকাল পরিবেশ সচেতনতার কারণে আতশবাজির পরিবর্তে চলে এলইডি লাইটের বিচিত্র সব আলোকসজ্জা।

দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশে চিকুং শহরে লণ্ঠন প্রদর্শনী চলছে যেখানে ঐতিহ্য এবং এআর প্রযুক্তির সমন্বয় করা হয়েছে। এই লণ্ঠন প্রদর্শনীতে চীনের রাশিচক্রের প্রতীকগুলো উপস্থাপন করা হয়েছে।

সাংহাই শহরের পুরনো শহরের একটি বিখ্যাত স্থান হলো ইউইউয়ান গার্ডেন। এটি চারশ বছরের পুরনো এবং এর সঙ্গে মিং রাজবংশের সময়কার ইতিহাসও জড়িয়ে আছে। এখানে প্রতিবছর লণ্ঠন প্রদর্শনীর আযোজন করা হয় যা অত্যন্ত দৃষ্টি নন্দন।

চীনের বিভিন্ন শহরে এমন লণ্ঠন প্রদর্শনীর আয়োজন চলছে আজ। লণ্ঠন উৎসবের দিন ইউয়ান সিয়াও নামে এক ধরনের বিশেষ খাদ্য গ্রহণের রীতিও প্রচলিত।

শান্তা/হাশিম

ছবি: সিজিটিএন