বিশ্ব শিশু ক্যান্সার দিবস: আক্রান্তদের ৭০ শতাংশই সুস্থ হয়
2022-02-15 17:15:20

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি: ক্যান্সারে আক্রান্ত শিশুদের মধ্যে প্রায় ৭০ শতাংশই চিকিৎসার মাধ্যমে সুস্থ হয় বলে জানিয়েছে বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার বিশ্ব শিশু ক্যান্সার দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এসব তথ্য জানান।

 এই বিভাগের প্রধান অধ্যাপক ডা. এটিএম আতিকুর রহমান বলেন, বাংলাদেশে আন্তর্জাতিক মানের শিশু ক্যান্সার চিকিৎসা নিশ্চিত করতে কাজ করা হচ্ছে।

 তিনি জানান, “শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগ একইসঙ্গে চিকিৎসকদের ট্রেনিংয়ের ব্যবস্থাও করে। এখানকার প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকরা সারাদেশের মেডিকেল কলেজগুলোতে চিকিৎসা দিয়ে যাচ্ছে, যার ফলে ক্যান্সারে আক্রান্ত শিশুর পরিবার যদি চিকিৎসায় লেগে থাকে, তাহলে বিএসএমএমইউতেই আক্রান্তদের মধ্যে ৬০ থেকে ৭০ ভাগ ভালো হয়ে যায়।“

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, এক সময় ভাবা হতো ক্যান্সার হলেই মৃত্যু। কিন্তু চিকিৎসার মাধ্যমে তা ভুল প্রমাণিত হয়েছে। বিএসএমএমইউতে এরইমধ্যে দুই হাজার রোগীকে সুস্থ করা হয়েছে বলে জানান তিনি।  

অভি/শান্তা