সারে ২৮ হাজার কোটি টাকা ভর্তুকি দেবে সরকার
2022-02-14 18:20:49

ঢাকা, ফেব্রুয়ারি ১৪: চলতি বছর সারে ২৮ হাজার কোটি টাকা ভর্তুকি দেয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশের কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। মন্ত্রী বলেন, এই ভর্তুকির পরিমাণ গেলবছরের তুলনায় প্রায় ৪গুণ বেশি।

সোমবার সকালে সচিবালয়ে সারের মজুত, দাম, ভর্তুকিসহ নানা বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। ইতোমধ্যে ১৯ হাজার কোটি টাকা ভর্তুকি দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, পৃথিবীর কোথাও এতো ভর্তুকি দেয়ার উদাহরণ নেই।

কোভিড পরিস্থিতির প্রভাবে বিশ্বব্যাপী সারের মূল্য অস্বাভাবিক পরিমাণে বৃদ্ধি পেয়েছে জানিয়ে তিনি বলেন, ভর্তুকি কমাতে বিশ্বব্যাংকসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার চাপ থাকলেও বর্তমান সরকার তা অব্যাহত রেখেছে।

সারের দাম বৃদ্ধি নিয়ে সরকার উভয় সংকটে আছে মন্তব্য করে তিনি বলেন, একদিকে এতো ভর্তুকি দিলে উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হয়, অন্যদিকে সারের দাম বাড়ালে কৃষকের কষ্ট হয়, উৎপাদন খরচ বাড়ে, খাদ্য উৎপাদন ব্যাহত হয় এবং খাদ্যপণ্যের দাম আরও বেড়ে যায়। সবদিক বিবেচনা করে নীতিগতভাবে সরকার এখনও সারের দাম না বাড়ানোর পক্ষে বলেও জানান তিনি। আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, দাম না কমলে এই বিশাল অংকের ভর্তুকি অব্যাহত রাখা কঠিন হবে।

সাজিদ/ হাশিম