‘সব দায়িত্ব যথাযথভাবে পালন করেছি’
2022-02-14 16:59:38

ঢাকা, ফেব্রুয়ারি ১৪: সংবিধান প্রদত্ত দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন বলে দাবি করেছেন বাংলাদেশের বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা। গেল ৫ বছরের সফলতা তুলে ধরতে সোমবার ইসি সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আজ আমাদের শেষ কার্যদিবস। দীর্ঘ পাঁচ বছর আমরা নির্বাচন কমিশনে ব্যস্ততম সময় পার করেছি। অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি এবং তা সফলভাবে অতিক্রম করতে সক্ষম হয়েছি। বাংলাদেশের সংবিধান প্রদত্ত দায়িত্বসহ যাবতীয় দায়িত্ব যথাযথভাবে পালন করেছি।“

তিনি জানান, ‘বর্তমান নির্বাচন কমিশন পাঁচ বছরে ৬৬৯০টি নির্বাচন অনুষ্ঠান করেছে। রুটিন কাজের বাইরেও আমরা নতুন কিছু কাজ শুরু করেছি।‘

তিনি বলেন, নির্বাচন সংশ্লিষ্ট সব আইন যুগোপযোগী করে সংস্কার করা হয়েছে। সাধারণ জনগণ যাতে সহজেই আইনসমূহ বুঝতে পারেন, সে জন্য আইনসমূহ বাংলায় রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়।“

বর্তমান কমিশন হিজড়া জনগোষ্ঠীকে ভোটার হিসেবে তালিকাভুক্ত করেছে জানিয়ে তিনি প্রবাসী ও পিতামাতার পরিচয়হীনদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করাসহ বেশ কিছু সফলতার কথা তুলে ধরেন।

নির্বাচন কমিশন পাঁচ বছরে দুবার বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে ভোটার তালিকা হালনাগাদ করেছে জানিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনের মাঠপর্যায়ের অফিসে সারাবছরই ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে। বর্তমানে বাংলাদেশে ভোটার সংখ্যা ১১ কোটি ৩১ লাখ ২৩ হাজার ১৭৫ জন।

রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ে তিনি বলেন, তিনটি রাজনৈতিক দলকে নতুন করে নিবন্ধন দেওয়া হয়েছে। এ ছাড়া রাজনৈতিক দলের বিধিবিধান যথাযথ প্রতিপালন না করায় তিনটি দলের নিবন্ধন বাতিল করা হয়েছে।

২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি দায়িত্ব নেন কে এম নূরুল হুদার নেতৃত্বে বর্তমান নির্বাচন কমিশন। পাঁচ বছর মেয়াদ ১৪ ফেব্রুয়ারি শেষ হলো এ কমিশনের মেয়াদকাল।

সাজিদ/ হাশিম