‘বইমেলা হবে স্বাস্থ্যবিধি মেনে’
2022-02-13 16:27:59

ঢাকা, ফেব্রুয়ারি ১৩:  বাংলাদেশে আসন্ন অমর একুশে গ্রন্থমেলায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেছেন বইমেলায় ক্রেতা বিক্রেতা সবাইকে মাস্ক পরতে হবে। বইমেলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের টিকার সনদ না থাকলে জরিমানা করা হবে এবং মেলায় থাকতে দেওয়া হবে না বলেও জানান ‍তিনি।

রোববার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ব্রিফিংকালে একথা বলেন তিনি।

বইমেলার প্রবেশপথে তাপমাত্রা পরিমাপের ব্যবস্থা থাকবে এবং মাস্ক ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না বলে জানান ডিএমপি কমিশনার।

মেলাকেন্দ্রিক নিরাপত্তার পাশাপাশি শহীদ মিনারের আশপাশ এবং শাহবাগ-নীলক্ষেত কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানান  তিনি। 

বইমেলা প্রাঙ্গনসহ আশেপাশের এলাকার প্রতিটি ইঞ্চি জায়গা সিসিটিভির আওতায় আনা হয়েছে এবং মেলা প্রাঙ্গনে সাদা পোশাকে পুলিশ সদস্যের পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক পোশাকধারী সদস্যও মোতায়েন থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার।

শান্তা/হাশিম