এইচএসসি ও সমমানের ফল প্রকাশ
2022-02-13 17:35:32

ঢাকা, ফেব্রুয়ারি ১৩: বাংলাদেশে উচ্চমাধ্যমিক স্তরের  এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবারের এইচএসসিতে পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। রোববার দুপুরে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 এরআগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরেন সব শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা। এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৯৬ দশমিক ২০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৫৯ হাজার ২৯৯ জন শিক্ষার্থী। রাজশাহী বোর্ডের পাসের হার ৯৭ দশমিক ২৯ শতাংশ। যশোর বোর্ডের পাসের হার ৯৮ দশমিক ১১ শতাংশ। সিলেট বোর্ডে পাসের হার ৯৪ দশমিক৮০ শতাংশ, কুমিল্লা বোর্ডে পাসের হার ৯৭ দশমিক৪৯ শতাংশ, বরিশাল বোর্ডে পাসের হার ৯৫ দশমিক ৭৬ শতাংশ, দিনাজপুর বোর্ডে পাসের হার ৯২ দশমিক৪৩ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৮৯ দশমিক৩৯ শতাংশ, রাজশাহী বোর্ডে ৯৭ দশমিক২৯ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৯৫ দশমিক৭১।

এ ছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৯৫ দশমিক ৪৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৮৭২ জন শিক্ষার্থী। কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৮৫ শতাংশ; জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী।

 ঐশী/শান্তা