বিশ্বের ৬০ শতাংশের বেশি ফাইভ জি বেস স্টেশন চীনে
2022-02-13 14:58:21

ফেব্রুয়ারি ১৩, সিএমজি বাংলা ডেস্ক: ২০২১ সালের শেষ নাগাদ চীনে মোট ১.৪৩ মিলিয়ন বেস স্টেশন স্থাপিত হয়েছে যা বিশ্বের ৬০ শতাংশের বেশি। চীনে  ১০.১ ফাইভ জি বেস স্টেশন প্রতি ১০,০০০ মানুষকে পরিষেবা দেয়। এই সংখ্যা ২০২০ সালের শেষ দিকের তুলনায় ২০২১ সালে দ্বিগুণ হয়েছে। চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্প্রতি এ তথ্য জানিয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাড়ানোর জন্য দেশটির প্রচেষ্টার মধ্যে ২০২১ সালে ফাইভ জি খাতে চীনের বিনিয়োগ ১৮৪.৯ বিলিয়ন ইউয়ানে(২৯ বিলিয়ন মার্কিন ডলার) পৌঁছেছে। এটি টেলিযোগাযোগ শিল্পের স্থায়ী সম্পদ বিনিয়োগের ৪৫.৬ শতাংশ।

মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, ২০২৩ সাল নাগাদ চীনে ফাইভ জি ব্যবহারকারীর সংখ্যা ৫৬০ মিলিয়ন ছাড়িয়ে যাবে।

শান্তা/হাশিম

তথ্য: সিজিটিএন