ফিংইয়াও প্রাচীন শহরে বসন্ত উৎসব
2022-02-12 15:25:36

ফেব্রুয়ারি ১২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ঐতিহ্যবাহী বসন্ত উৎসবের আমেজ চলছে। বসন্ত উৎসবের ছুটিতে পর্যটন বেড়েছে এবং প্রাচীন ঐতিহ্যবাহী স্থানগুলোতে প্রচুর পর্যটক ভ্রমণ করেছেন।

উত্তর চীনের শানসি প্রদেশের চিনচোং শহরের একটি পর্যটন স্থান হলো ফিংইয়াও প্রাচীন শহর। এই শহরের রয়েছে ২৮০০ বছরের ইতিহাস। এটি আরও বেশি পরিচিত মিং রাজবংশের শাসনামলের(১৩৬৮-১৬৪৪) কিছু স্থাপনার জন্য। মিং রাজবংশের সময়ে নির্মিত নগর প্রাচীর এখনও অক্ষত রয়েছে।

আরও কিছু সংরক্ষিত পুরনো ভবন ও স্থাপত্যের রয়েছে ঐতিহাসিক গুরুত্ব। ১৯৯৭ সালে ইউনেসকো ফিংইয়াও প্রাচীন শহরকে ওয়ার্ল্ড হেরিটেজ বা বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভূক্ত করে। এটি দেশী বিদেশী পর্যটকদের একটি জনপ্রিয় গন্তব্য।

এবছর বসন্ত উৎসবের ছুটিতে প্রচুর সংখ্যক পর্যটককে এই শহরে ভ্রমণ করতে দেখা গেছে।

শান্তা/হাশিম

ছবি: সিনহুয়া