কক্সবাজারে আন্তর্জাতিকমানের শুটকি প্রক্রিয়াকরণ শিল্প হচ্ছে
2022-02-12 18:14:55

ঢাকা, ফেব্রুয়ারি ১২: বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, দেশের মৎস্য সম্পদের উন্নয়নে কক্সবাজারে আন্তর্জাতিক মানের শুটকি প্রক্রিয়াকরণ শিল্প স্থাপন করা হচ্ছে।

সকালে কক্সবাজারে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) মৎস্য অবতরণ কেন্দ্র সংলগ্ন স্থানে কক্সবাজার জেলায় শুটকি প্রক্রিয়াকরণ শিল্প স্থাপন প্রকল্পের অফিস ভবন নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা জানান।

বিএফডিসির চেয়ারম্যান মো. হেমায়েত হুসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।

মন্ত্রী আরো বলেন, মৎস্য প্রক্রিয়াকরণে মৎস্যজীবীদের সব ধরনের সহায়তা দেবে সরকার। পরে চকরিয়া উপজেলার রামপুরে মৎস্য অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন চিংড়ি প্ল্যান্ট সরেজমিনে পরিদর্শন করেন মন্ত্রী।

হাশিম/শান্তা

তথ্য: বাসস

ছবি: পিআইডি