বিং তুন তুনের চাহিদা মেটাতে গণ-উৎপাদন
2022-02-12 18:13:46



ফেব্রুয়ারি ১২, সিএমজি বাংলা ডেস্ক: বেইজিং শীতকালীন অলিম্পিক্স ২০২২-এর মাস্কট বিং তুন তুনই এখন গেমসের সবচেয়ে বড় তারকা! চীনের জাতীয় প্রাণী পান্ডার আদলে তৈরি মাস্কটটি এখন সবার আগ্রহের কেন্দ্রে।

গেমেসের ভ্যেনু থেকে শুরু করে শপিংমল পর্যন্ত সর্বত্রই তার উপস্থিতি। সবাই ছবি তুলছেন বিং তুন তুনের সঙ্গে। সংগ্রহ করছেন মাস্কটটি। সবার আগ্রহের কারণে চাহিদা বেড়ে গেছে বিং তুন তুনের। যার কারণে উৎপাদন বহুগুণ বাড়াতে হয়েছে দৃষ্টিনন্দন মাস্কটটির।

ছবিতে চীনের পূর্ব চীনের চিয়াংসু প্রদেশে ছিতংয়ে একটি লাইসেন্সধারী কারখানায় চলছে বিং তুন তুনের গণ-উৎপাদন।

হাশিম/শান্তা

তথ্য ছবি: সিনহুয়া