সাগর-রুনি হত্যা: বিচারের দাবিতে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান
2022-02-11 19:46:48

ঢাকা, ফেব্রুয়ারি ১১: বাংলাদেশের আলোচিত সাগর-রুনি হত্যার বিচার দাবিতে সমাবেশ করেছেন সাংবাদিরা। ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত সমাবেশে সাংবাদিক হত্যা ও নির্যাতন বন্ধে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। 

শুক্রবার সকালে ডিআরইউ প্রাঙ্গণে আয়োজিত প্রতিবাদ সমাবেশে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

ডিআরইউ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিবের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নজরুল ইসলাম মিঠু। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করে ডিআরইউ। এর অংশ হিসেবে শনিবার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করবে ডিআরইউ।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি নিজ বাসায় খুন হন। মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ৮৫ বারের মতো পিছিয়ে আগামী ২৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

সাজিদ/রহমান