শহর ও গ্রামীণ জনগোষ্ঠিকে উন্নত পরিষেবা দেবে চীন
2022-02-10 19:42:56


ফেব্রুয়ারি ১০: চীনে চতুর্দশ পাঁচসালা পরিকল্পনা বাস্তাবায়নকালে সামষ্টিক পর্যায়ের লক্ষ্যগুলো অর্জনের প্রচেষ্টা জোরদার করার প্রেক্ষাপটে শহর ও গ্রামীণ জনগোষ্ঠির দোরগোড়ায় আরও উন্নত পরিষেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেছে দেশটি।


সম্প্রতি চীনের রাষ্ট্রীয় পরিষদের সাধারণ কার্যালয় শহর ও গ্রামীণ জনগোষ্ঠির জন্য নাগরিক পরিষেবা ব্যবস্থা গড়ে তোলার যে পরিকল্পনা প্রকাশ করেছে তাতে এ অঙ্গীকার করা হয়েছে।


পরিকল্পনায় বলা হয়েছে, শিশুযত্ন, শিক্ষা, চিকিৎসা সেবা, বয়স্ক সেবা, সামাজিক কল্যাণ, ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষেবা থেকে শুরু করে নাগরিকদের নিরাপত্তাবোধ বাড়ানোর সেবাগুলো উন্নত করতে সমন্বিত প্রচেষ্টা চালানো হবে।


সামাজিক সংগঠন, সমাজকর্মী, স্বেচ্ছাসেবক ও দাতব্য গোষ্ঠীসহ বিভিন্ন ধরনের অংশীজনকে সরকারের এ প্রচেষ্টায় যোগদানে উত্সাহ দেওয়া হয়েছে পরিকল্পনায়। 

(রহমান / আনন্দী)