‘সার্চ কমিটির সদস্যদের নিরপেক্ষ ইমেজ নেই’
2022-02-08 19:51:16

ঢাকা, ফেব্রুয়ারি ৮: বাংলাদেশের অন্যতম বিরোধী রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সদ্য পাস হওয়া নির্বাচন কমিশন গঠন আইনকে চরম বিতর্কিত বলে মনে করেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা।  

মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, সার্চ কমিটির সদস্যদের কারো নিরপেক্ষ ইমেজ নেই। 

রাষ্ট্রপতির গঠন করা অনুসন্ধান কমিটির বিষয়ে বিএনপি কোনো আগ্রহ প্রকাশ করতে চায় না উল্লেখ করে তিনি বলেন, এই প্রক্রিয়াকে অর্থহীন ও অগ্রহণযোগ্য বলে মনে করে দলটির স্থায়ী কমিটি। 

এসময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ‘দ্য কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন’র পক্ষ থেকে ‘ডেমোক্রেসি হিরো’অ্যাওয়ার্ড পেয়েছেন বলে জানান দলের মহাসচিব। বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, মানুষের মৌলিক অধিকার রক্ষায়’ খালেদা জিয়া এ পুরস্কার পেয়েছেন বলে জানান মির্জা ফখরুল।

ঐশী/ সাজিদ