‘সার্চ কমিটির কাছে নাম প্রস্তাবের প্রশ্নই আসে না’
2022-02-07 18:29:07

ঢাকা, ফেব্রুয়ারি ৭: বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে নাম প্রস্তাবের প্রশ্নই আসে না। সোমবার সকালে রাজধানী ঢাকায় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে আরেকটি হুদা কমিশন করার জন্যই সার্চ কমিটি কাজ করছে। তাই সার্চ কমিটি নিয়ে কোনো আগ্রহ বা প্রত্যাশাও নেই বিএনপির।

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য নতুন নির্বাচন কমিশন গঠন করার পদক্ষেপ নেওয়া হয়েছে। এরইমধ্যে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার পদের জন্য সর্বোচ্চ ১০ জন করে যোগ্য ব্যক্তির নামের তালিকা জমা দিতে সার্চ কমিটির পক্ষ থেকে বলা হয়েছে। এ জন্য রাজনৈতিক দলগুলোকে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। 

গেল রোববার রাতে সার্চ কমিটির প্রথম বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব শফিউল আজিমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাজিদ/রহমান