‘চিড়িয়াখানায় অব্যবস্থাপনা রয়েছে’
2022-02-07 19:35:34


ঢাকা, ফেব্রুয়ারি ০৭: বাংলাদেশের চিড়িয়াখানায় অনিয়ম-দুর্নীতি বা সংশ্লিষ্টদের অবহেলা আছে কিনা, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন, দেশটির মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। 

সোববার সকালে রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানা পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। এ সময় তিনি চিড়িয়াখানার কিছু জায়গায় অব্যবস্থাপনা চোখে পড়েছে বলেও জানান। মন্ত্রী জানান, কয়েকটি জায়গায় প্রাণীর মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। 

চিড়িয়াখানায় রক্ষিত প্রাণীগুলো কী কারণে মারা গেছে তা খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, কারণ অনুসন্ধানে আলাদা তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া নতুন করে রংপুর ও ঢাকা চিড়িয়াখানায় অস্থায়ীভাবে জনবল বাড়ানো হবে বলেও জানান তিনি।

ঐশী/ সাজিদ