‘জনশক্তি রফতানির প্রক্রিয়া স্বচ্ছ করার নির্দেশ’
2022-02-07 19:38:26


ঢাকা, ফেব্রুয়ারি ৭: প্রতারণা রোধে জনশক্তি রপ্তানির প্রক্রিয়া স্বচ্ছ করার নির্দেশনা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনশক্তি রপ্তানি প্রক্রিয়া স্বচ্ছ করার বিষয়টিও প্রচার করে সবাইকে জানানোর নির্দেশনাও দেন তিনি। সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এই বৈঠকে গণভবন থেকে অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।  

বিদেশগামী শ্রমিকরা যেন বিড়ম্বনার শিকার না হন সেজন্য প্রধানমন্ত্রী যাবতীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। বিদেশ যেতে কোন এজেন্টকে সরাসরি টাকা না দিয়ে শ্রমিকদের প্রবাসী কল্যান ব্যাংকে যোগাযোগ করার কথাও জানান তিনি। 

তানজিদ/সাজিদ