শতভাগ যাত্রী পরিবহন করবে ট্রেন
2022-02-07 19:37:18

ঢাকা, ফেব্রুয়ারি ৭: বাংলাদেশে ৯ ফেব্রুয়ারি থেকে শতভাগ আসনে যাত্রী নিয়ে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। এ ক্ষেত্রে অর্ধেক টিকিট বিক্রি হবে অনলাইনে এবং বাকি অর্ধেক রেলওয়ে স্টেশনের কাউন্টারে পাওয়া যাবে। সোমবার বাংলাদেশ রেলওয়ের প্রকাশ করা এক বিবৃতিতে এ কথা বলা হয়।  

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয় থেকে প্রকাশ করা বিবৃতিতে বলা হয়, করোনা সংক্রমণ কমতে থাকা ও টিকাদান কার্যক্রম জোরদার করায় যাত্রীচাপ বাড়তে থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আন্তনগর ট্রেনের স্ট্যান্ডিং টিকিট ও স্টেশনের প্ল্যাটফর্ম টিকিট ইস্যু সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। তবে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে আন্তনগর ট্রেনে খাবার পরিবেশন ও রাতে বেডিং সরবরাহ করা যাবে।

গেল ১৫ জানুয়ারি থেকে বাংলাদেশে অর্ধেক আসনে যাত্রী নিয়ে ট্রেন চলাচল করছে। 

সাজিদ/ হাশিম