আজ সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা
2022-02-05 17:26:06

ফেব্রুয়ারি ০৫: কোভিড পরিস্থিতির কারণে বাংলাদেশে আজ সীমিত পরিসরে সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা চলছে। শনিবার সকাল থেকে রাজধানীর পূজামণ্ডপগুলোতে স্বাস্থ্যবিধি মেনে পূজা, অর্চনা করতে দেখা যায় ভক্তদের। 

সরস্বতী পূজা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা হিন্দু সম্প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। 

হিন্দু ধর্মমতে, সরস্বতী হলেন জ্ঞান, বিদ্যা ও শুদ্ধতার দেবী। পূজার নানা আয়োজনে ফুল, ফল, গ্রন্থ ব্যবহার করা হয়ে থাকে। 

ঐশী/শান্তা