রাবি ছাত্র নিহতের প্রতিবাদে রামপুরায় শিক্ষার্থীদের অবস্থান
2022-02-04 19:16:03

ঢাকা, ফেব্রুয়ারি ০৪: ট্রাকচাপায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহবুব হাবিব হিমেল নিহতের ঘটনায় রাজধানীর রামপুরায় অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। কর্মসূচি থেকে নিরাপদ সড়ক নিশ্চিত করাসহ ১১ দফা বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।

শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রামপুরা ব্রিজে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

এসময় ব্রাশ আর রঙ দিয়ে সড়কে শিক্ষার্থীরা লেখেন ‘নিরাপদ সড়ক চাই’। তাদের কেউ কেউ হাতে প্ল্যাকার্ড নিয়ে সড়কেই বসে পড়েন। প্ল্যাকার্ডে ‘বিনা শর্তে সারাদেশে বাসে শিক্ষার্থীদের হাফ পাস দিতে হবে,’ ‘নিরাপদ সড়ক চাই, সড়কের দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলুন, লড়াই করুন, সড়কে মৃত্যুর মিছিল বন্ধ করুন,’ ‘সড়কে শৃঙ্খলা ফেরান’এসব স্লোগান লেখা হয়।

শিক্ষার্থীরা বলছেন, সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর নিরাপদ সড়কের দাবি আরও জোরালোভাবে জানানো হয়েছে।

অভি/ সাজিদ