বাড়লো বিধিনিষেধ, বাধ্যতামূলকভাবে পরতে হবে মাস্ক
2022-02-03 19:53:58

ঢাকা, ফেব্রুয়ারি ০৩: করোনার সংক্রমণ রোধে বাংলাদেশে চলমান বিধিনিষেধ ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ৭ থেকে ২১ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত এই বিধিনিষেধ বলবৎ থাকবে  বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সব ধরনের জনসমাগমস্থলে বাধ্যতামূলকভাবে সবাইকে মাস্ক পরতে হবে। কেউ মাস্ক না পরলে শাস্তির কথাও বলা হয়েছে প্রজ্ঞাপনে। পাশাপাশি, স্বাস্থ্যবিধি প্রতিপালনে সারা দেশে পরিচালনা করা হবে মোবাইল কোর্ট।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় উন্মুক্ত স্থানে ও ভবনের ভেতরে সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠানে ১০০-র বেশি জনসমাবেশ করা যাবে না। এসবে যারা যোগ দেবেন তাদের অবশ্যই কোভিড-১৯ টিকা সনদ অথবা ২৪ ঘণ্টার মধ্যে পিসিআর সার্টিফিকেট আনতে হবে।

এছাড়া সব স্কুল, কলেজ ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কক্ষে পাঠদান বন্ধ থাকবে। রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণ এবং আবাসিক হোটেলে থাকার জন্য অবশ্যই করোনা টিকার সনদ প্রদর্শন করতে হবে। সর্বসাধারণের জন্য করোনার টিকা ও বুস্টার ডোজ গ্রহণ ত্বরান্বিত করার উদ্যোগ নেবে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিদেশ থেকে আগত যাত্রীসহ সবাইকে বাধ্যতামূলক কোভিড ১৯ টিকার সনদ প্রদর্শন এবং র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করতে হবে।

স্থলবন্দরগুলোতেও দেশের বাইরে থেকে আসা ট্রাকের সঙ্গে শুধু ড্রাইভার থাকতে পারবে। কোনো সহকারী আসতে পারবে না। বিদেশগামীদের সঙ্গে আসা দর্শনার্থীদের বিমানবন্দরে প্রবেশ বন্ধ করতে হবে।

অভি/ সাজিদ