বাংলাদেশে জেলাভিত্তিক বায়ুদূষণ সমীক্ষা, সর্বোচ্চ দূষণ গাজিপুরে
2022-02-03 19:58:33

ঢাকা, ফেব্রুয়ারি ৩: বাংলাদেশের জেলাগুলোর মধ্যে সর্বোচ্চ বায়ুদূষণ হয় গাজীপুরে আর সর্বনিম্ন মাদারীপুরে। বেসরকারি স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র –ক্যাপস এর প্রকাশ করা ‘৬৪ জেলার বায়ুদূষণ সমীক্ষা ২০২১’এ এসব তথ্য উঠে আসে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ সমীক্ষার ফলাফল প্রকাশ করেন গবেষক দলের প্রধান আহমদ কামরুজ্জমান মজুমদার। তিনি জানান, ক্যাপসের ৮১ সদস্যের একটি গবেষক দল দেশের ৬৪ জেলায় ৩ হাজার ১৬৩ স্থানের বায়ুর অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ পরীক্ষা করে সমীক্ষাটি প্রতিবেদন তৈরি করেছে।

এদিকে, প্রতিবেদনে দেখা যায় শহরভিত্তিক সমীক্ষায় সর্বোচ্চ বায়ুদূষণ পরিমাপ করা হয়েছে ঢাকায়।

এছাড়া অতিরিক্ত দূষিত বায়ুর অন্য জেলাগুলোর মধ্যে হবিগঞ্জ, নোয়াখালী, টাঙ্গাইল, কক্সবাজার, চাঁদপুর, চট্টগ্রাম, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, লক্ষ্মীপুর, পঞ্চগড় ও ময়মনসিংহ অন্যতম।

রাস্তা খোঁড়াখুঁড়ি, মেগা প্রকল্প বাস্তবায়ন, ইটভাটা, শিল্পকারখানা, ফিটনেসবিহীন যানবাহনের কালো ধোঁয়া, ময়লা-আবর্জনা পোড়ানোর মতো বিষয়গুলোকে বায়ুদূষণের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয় সমীক্ষায়।

সাজিদ রাজু