একুশে পদক পাচ্ছেন ২৪ বিশিষ্টজন
2022-02-03 19:56:57

ঢাকা, ফেব্রুয়ারি ০৩: বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২৪ বিশিষ্ট নাগরিককে ২০২২ সালের একুশে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ভাষা আন্দোলনে মরণোত্তর একুশে পদক পাচ্ছেন মোস্তফা এম. এ. মতিন ও মির্জা তোফাজ্জল হোসেন । ভাষা ও সাহিত্যে পদক দেয়া হচ্ছে কবি কামাল চৌধুরী ও ঝর্ণা দাশকে।

মুক্তিযুদ্ধে একুশে পদক পাচ্ছেন চারজন, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান, সৈয়দ মোয়াজ্জেম আলী, কিউ. এ. বি. এম রহমান ও আমজাদ আলী খন্দকার। আর সাংবাদিকতায় পদক পাচ্ছেন এম এ মালেক। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য একুশে পদক পাচ্ছেন আরও কয়েকজন।

অভি/ সাজিদ