জাতিসংঘের দাপ্তরিক ছয় ভাষায় বাংলায় গান
2022-02-02 17:36:39

ফেব্রুয়ারি ২:  একুশ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা এবং জাতিসংঘের দাপ্তরিক ছয় ভাষায় নির্মিত হয়েছে বাংলা গান। বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক জাফর ফিরোজের কথা সুরে গানটির সংগীত পরিচালনা করেন সজীব দাস।

গানটিতে বাংলাদেশ থেকে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী আরজে রাজু। ছাড়া আরবি ভাষায় মরক্কোর আরিফ বেল, চাইনিজ ভাষায় সিঙ্গাপুরের জুলিয়ান, ইংরেজি ভাষায় ভেনিজুয়েলার মারকিউস গুনডে, ফ্রেন্স ভাষায় ফ্রান্সের বেঞ্জামিন, রাশিয়ান ভাষায় ইউকেরেইনের অলগা জো এবং স্প্যানিশ ভাষায় স্পেনের পিসুছকি রোমানিয়ার কেইট কণ্ঠ দিয়েছেন।

সিনেভিশনের ইউটিউব চ্যানেলে মুক্তি প্রাপ্ত এই বাংলা গানটি মুক্তি পায় গত বছর ২১ ফেব্রুয়ারিতে।

সৌরভ/শান্তা