রাবিতে ট্রাক চাপায় ছাত্র নিহত, আন্দোলনে শিক্ষার্থীরা
2022-02-02 17:39:45

ফেব্রুয়ারি ২: ক্যাম্পাসের ভিতরে ট্রাক চাপায় বাংলাদেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহতের ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার।

মঙ্গলবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলের সামনে নির্মাণাধীন বিজ্ঞান ভবনের পাশে ট্রাকচাপায় নিহত হন বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহবুব হাবিব হিমেল। একই ঘটনায় অন্য দু’জন ছাত্র গুরুতর আহত হন।

এ ঘটনায় রাতেই আন্দোলনে নামেন রাবির বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। হত্যাকাণ্ডের বিচারসহ ৬ দফা দাবিতে তারা রাতভর ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখেন।

রাত ২টার দিকে উপাচার্য বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে প্রক্টর ড. লিয়াকত আলীকে প্রত্যাহারের ঘোষণা দেন। একইসঙ্গে তাদের সব দাবি মেনে নেওয়ারও আশ্বাস দেন উপাচার্য।

উপাচার্য জানিয়েছেন, এরইমধ্যে হিমেলের পরিবারকে পাঁচ লাখ টাকা হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভুক্তভোগী পরিবারটিকে ধাপে ধাপে আরও সহযোগিতা করা হবে। হিমেলের মায়ের আজীবন চিকিৎসা খরচ বিশ্ববিদ্যালয় বহন করবে। এ ছাড়া আহত দুই ছাত্রের চিকিৎসার সব খরচও বিশ্ববিদ্যালয় দেবে।

শান্তা/হাশিম