সদিচ্ছা থাকলে নয় মাসে খাদ্য নিরাপদ করা সম্ভব: খাদ্যমন্ত্রী
2022-02-02 17:43:43

ফেব্রুয়ারি ২: সদিচ্ছা থাকলে নয় মাসের কম সময়ে খাদ্য নিরাপদ করা সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশের  খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বলেন, নয় মাসে দেশ স্বাধীন করা গেলে খাদ্য নিরাপদ করাও সম্ভব।

আজ জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে রাজধানীর নিউ ইস্কাটনের বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে আলোচনা সভায় তিনি এ কথা জানান।

খাদ্যমন্ত্রী বলেন, খাদ্য উৎপাদনকারী-প্রস্তুতকারীরা বাড়তি মুনাফার লোভে খাদ্যে ভেজাল দিচ্ছেন। সরকার খাদ্য নিরাপদ করতে যেসব আইনের প্রয়োগ ও সচেতনতার প্রচার-প্রচারণা করছে সেগুলো তারা মানছেন না। তিনি বলেন, প্রতিটি মানুষের সচেতনতা-সদিচ্ছা না থাকলে শত চেষ্টায়ও খাদ্য নিরাপদ করা যাবে না।

ব্যবসায়ীদের মানবিক হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, তারা যেটা উৎপাদন করেন, সেটা যেন তারা নিজেরাই খান। মানুষকে খারাপ খাইয়ে নিজের বাচ্চাদের বিদেশ থেকে এনে খাওয়াবেন- সেটা চলবে না বলেও জানান খাদ্যমন্ত্রী।

খাদ্যসচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, মাছ-মাংস ও দুধ উৎপাদনে বাংলাদেশ এখন উদ্বৃত্ত দেশের পর্যায়ে পৌঁছেছে।

হাশিম/শান্তা

তথ্য: বাসস