অমর একুশে গ্রন্থমেলা ১৫ ফেব্রুয়ারি শুরুর প্রস্তাব
2022-02-01 19:19:18

 

ফেব্রুয়ারি ১: বাংলাদেশের সবচেয়ে বিশাল ও জনপ্রিয় বইমেলা ‘অমর একুশে গ্রন্থমেলা’ ১৫ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত করার প্রস্তাব দিয়েছে বাংলা একাডেমি। মঙ্গলবার বাংলা একাডেমির বইমেলা আয়োজক কমিটির এক সভায় এ প্রস্তাব গৃহীত হয়। এই প্রস্তাব এখন সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব আকারে পাঠানো হবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে সংস্কৃতি মন্ত্রণালয়। বইমেলা আয়োজক কমিটির সদস্য সচিব জালাল আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একই তথ্য দিয়েছেন।

বাংলাদেশে প্রতিবছর ১ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলা শুরু হলেও করোনা পরিস্থিতির জন্য এ বছর মেলা ১৫ দিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়।

শান্তা/হাশিম