শুরু হলো মহাগৌরবের ভাষার মাস
2022-02-01 19:15:44

ফেব্রুয়ারি ১: শুরু হলো বাঙালি জাতির মহাগৌরবের মাস ফেব্রুয়ারি। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনকালে আত্মোৎসর্গ করেন সালাম, রফিক, জব্বার, বরকত, শফিকসহ অনেকে। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে বাঙালি জাতি পায় মাতৃভাষার মর্যাদা এবং রাজনৈতিক প্রেরণা।

একুশে ফেব্রুয়ারি শুধু বাংলাদেশিদের জন্য নয়, সকল বাংলা ভাষা ব্যবহারকারী মানুষের জন্য গৌরবোজ্জ্বল একটি দিন। পৃথিবীর ইতিহাসে ভাষা নিয়ে এমন আন্দোলন আর কোথাও হয়নি। সেই আন্দোলনের কাল থেকে ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ২০১০ সালে ইউনেস্কো গৃহীত সিদ্ধান্ত মোতাবেক একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও পালিত হচ্ছে।

এ ভাষার মাসে শহীদদের স্মরণে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। তবে করোনা মহামারির কারণে এবারের একুশের অনুষ্ঠানমালায় আনা হচ্ছে পরিবর্তন।বাংলাদেশে  এ মাসের সবচেয়ে বড় আয়োজন মাসব্যাপী বইমেলা এবার ১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে না। ইতোমধ্যে মেলা দু’ সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। করোনা মহামারির বাস্তবতা বিবেচনায় রেখে এবার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে দেশের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো।

রহমান/শান্তা