বাংলাদেশে নিয়োগ পাচ্ছেন ৩৬ হাজার শিক্ষক
2022-01-31 19:20:58

ঢাকা, জানুয়ারি ৩১: বাংলাদেশের সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের জন্য নির্বাচিত ৩৬ হাজার শিক্ষকের হাতে নিয়োগপত্র ও সুপারিশপত্র তুলে দেওয়া হচ্ছে।

সোমবার দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন আইসোলেশনে থাকা শিক্ষামন্ত্রী দীপু মনি।

সংশ্লিষ্ট প্রার্থীকে আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে সুপারিশপত্র ডাউনলোড করে সুপারিশপত্রে উল্লেখিত তারিখের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদান করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পুলিশ ভেরিফিকেশন চলমান অবস্থায় ৩৪ হাজার ৭৩ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিক সুপারিশ করা হয়েছে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে ২ হাজার ৬৫ জনকে নির্বাচিত করা হয়েছে।

মন্ত্রণালয় থেকে জানানো হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের যেসব শিক্ষকের নিয়োগে সুপারিশ করা হয়েছে তাদের পুলিশ ভেরিফিকেশন চলছে। ভেরিফিকেশনে কারো ত্রুটি থাকলে পরে তিনি চাকরি হারাবেন বলে জানানো হয় গণমাধ্যমকে।

অভি/ সাজিদ