বাংলাদেশের উত্তরাঞ্চলে শৈত্য প্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি
2022-01-31 19:24:14


 জানুয়ারি ৩১: বাংলাদেশের উত্তরাঞ্চলে টানা চার দিন ধরে বয়ে যাচ্ছে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। হাড়কাঁপানো শীতে বিপাকে পড়েছেন এসব এলাকার মানুষ। সোমবার বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায়, ৬ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি শীত মৌসুমে সারা দেশে রেকর্ড করা সর্বনিম্ন তাপমাত্রা।

আবহাওয়া অধিদপ্তর বলছে, গেল শুক্রবার থেকে এসব এলাকায় মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। গেল বৃহস্পতিবার রাত থেকে হিমশীতল বাতাস ঠাণ্ডার তীব্রতা আরো বাড়ায়।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত আবহওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। এ ছাড়া আগামী তিন দিনের পূর্বাভাসে বলা হয়েছে, শেষের দিকে এসে বৃষ্টির সম্ভাবনা আছে।

সাজিদ রাজু