শৈত্যপ্রবাহ বইছে ৮ জেলা ও ৪ বিভাগের বিভিন্ন স্থানে
2022-01-29 19:11:12

জানুয়ারি ২৯: বাংলাদেশের ৮টি জেলা ও চারটি বিভাগের বিভিন্ন জায়গায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহওয়া অধিদপ্তরের সবশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী গোপালগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ফেনী, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এবং বরিশাল জেলা এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় বইছে এ শৈত্য প্রবাহ- যা অব্যাহত থাকবে আরও আরও দু’একদিন। এরপর তাপমাত্রা বেড়ে আবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়া ও কুড়িগ্রামের রাজারহাটে- ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রাজারহাটে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য এলাকায় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

হাশিম/শান্তা