করোনার অজুহাতে বাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ নয় : ইউনিসেফ
2022-01-29 19:06:09

জানুয়ারি ২৯: বাংলাদেশে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। গতকাল ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর এক বিবৃতিতে এ আহবান জানান। বিবৃতিতে বলা হয়, করোনা মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বাংলাদেশের ৩ কোটি ৭০ লাখ শিক্ষার্থীর পড়াশোনা ব্যাহত হয়েছে। আর বিশ্বে ৬১ কোটি ৬০ লাখ শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে।

এরই মধ্যে কোভিড-১৯-এর অমিক্রন ধরনটি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এটি যাতে শিশুদের পড়াশোনাকে ব্যাহত করতে না পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা নিতে সরকারগুলোর প্রতি আহ্বান জানানোর কথাও উল্লেখ করা হয়।

ঐশী/শান্তা