করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজশাহীতে সন্ধ্যার পর থেকে দোকানপাট বন্ধ
2022-01-29 19:10:05

জানুয়ারি ২৯: করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশের রাজশাহীতে সন্ধ্যার পর দোকানপাট বন্ধ রাখার গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন।

নতুন নির্দেশনা অনুযায়ী, আজ শনিবার রাত আটটা থেকে রাজশাহী জেলার সব বিপণিবিতান, শপিং মল, বিনোদনকেন্দ্র, রেস্তোরাঁসহ সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয় স্থানীয় প্রশাসন।

রাজশাহী জেলা প্রশাসক আবদুল জলিল স্বাক্ষরিত ওই গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ জানুয়ারি রাজশাহী জেলা করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক জেলার বিপণিবিতান, শপিং মল, বিনোদনকেন্দ্র, রেস্তোরাঁসহ সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান রাত আটটার পর বন্ধ থাকবে।

চলতি বছর জানুয়ারি থেকেই রাজশাহী জেলায় করোনার সংক্রমণ ক্রমাগত  বাড়ছে। গতকাল এই জেলায় সংক্রমণ হার ছিল মহামারি শুরুর পর থেকে সর্বোচ্চ ৭১ দশমিক ৩৯।

 গত ২৪ ঘণ্টায়ও এই জেলায় ৬০ শতাংশের বেশি করোনা শনাক্ত হয়।

তানজিদ/শান্তা