আরেক দফা বাড়তে পারে শীতের প্রকোপ
2022-01-28 19:04:18

ঢাকা, জানুয়ারি ২৮: বাংলাদেশে তাপমাত্রা আরও কিছুটা কমে শীতের তীব্রতা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানায়, রাতে দেশের বেশির ভাগ এলাকায় তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ফলে আগামী দুই দিন বাড়তে পারে শীত। তবে আগামী সোমবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

এদিকে, বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে এরইমধ্যে জেঁকে বসেছে শীত। শুক্রবার বাংলাদেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামে ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর ও রাজশাহী বিভাগে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী কয়েকদিন এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে।

সাজিদ রাজু