দুর্নীতি নিয়ে টিআইয়ের প্রতিবেদন গতানুগতিক ও একপেশে: তথ্যমন্ত্রী
2022-01-26 18:03:16

জানুয়ারি ২৬: দুর্নীতির ধারণা সূচক নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) প্রকাশিত প্রতিবেদনকে গতানুগতিক ও একপেশে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ বুধবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

টিআইবি একটি এনজিও যারা বিভিন্ন জায়গা থেকে  ফান্ড সংগ্রহ করে চলে বলে মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, 'এটি জাতিসংঘের অ্যাফিলিয়েটেড কোনো সংস্থা নয়। আমাদের দেশে অনেক গুরুত্ব দেওয়া হলেও ভারতসহ অনেক দেশে গুরুত্ব দেওয়া হয় না'।

টিআইবির ও বিএনপির বিবৃতির মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, নির্বাচন কমিশন গঠন আইন নিয়ে টিআইবি বিবৃতি দিয়েছে। তারা তো দুর্নীতি নিয়ে কাজ করে।

 নির্বাচন কমিশন আইন কিংবা নির্বাচন কমিশন গঠন পুরো বিষয়টি রাজনৈতিক বলে মন্তব্য করে তথ্যমন্ত্রী আরও বলেন, রাজনৈতিক ইস্যুতে বিবৃতি দিয়ে টিআইবি প্রমাণ করেছে তারা রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হয়।

তানজিদ/শান্তা