যুক্তরাষ্ট্র ও জাপানকে সংকীর্ণ নীতি ত্যাগের তাগিদ দিল চীন
2022-01-25 10:34:09

জানুয়ারি ২৫: সম্প্রতি যুক্তরাষ্ট্র ও জাপানের নেতারা এক ভিডিও বৈঠকে তাইওয়ান, সিনচিয়াং, হংকং ও দক্ষিন চীন সাগরসহ চীন-সম্পর্কিত নানা বিষয়ে কথা বলেছেন। 


এ প্রসঙ্গে গতকাল (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লিচিয়ান বলেন, যুক্তরাষ্ট্র ও জাপানের নেতারা পুনরায় চীনের মুখে কালি দিয়ে চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করেছেন। যা আন্তর্জাতিক আইন ও সম্পর্কের মৌলিক বিধি লঙ্ঘন করেছে। চীন এর তীব্র অসন্তোষ ও দৃঢ় বিরোধিতা করছে। 


তিনি আরো বলেন, তিও ইয়ু দ্বীপ এবং আওতাধীন দ্বীপপুঞ্জ প্রাচীনকাল থেকে চীনের আদি ভূখণ্ড। চীনা জনগণ দেশের সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। তাদের জোরালো মনোবল এবং শক্তিশালী সামর্থ্য ছোট করে দেখলে চলবে না। 


তিনি বলেন, আবারো দু’টো দেশকে সময়ের প্রবণতা মেনে চলে, সংকীর্ণ নীতি পরিত্যাগ করে, সংলাপ ও সহযোগিতার গঠনমূলক পথে ফিরে আসার তাগিদ দেয় চীন। 

(প্রেমা/এনাম/রুবি)