ইরানে আটক ৪ মার্কিন নাগরিকের মুক্তি চায় যুক্তরাষ্ট্র
2022-01-25 10:03:48

জানুয়ারি ২৫: গতকাল (সোমবার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদেহ বলেছেন, মানবিক বিবেচনায় আটক ব্যক্তিদের মুক্তি দিতে ওয়াশিংটনের সাথে পরামর্শ করবে তেহরান।

 

এদিন এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ইরানের পরমাণু সার্বিক চুক্তি আলোচনায় আটক ব্যক্তিদের ইস্যুটি বরাবরই তেহরানের মনোযোগ আকর্ষণ করেছে। যুক্তরাষ্ট্র চুক্তি মেনে চললে এ সমস্যার সমাধান স্বল্প সময়ে সম্ভব।

 

তিনি আরো বলেন, ইরানের পরমাণু-বিষয়ক আলোচনায় আস্থাশীল ও স্থিতিশীল চুক্তি বাস্তবায়নে আশাবাদী তেহরান, তবে অস্থায়ী চুক্তি কখনো ইরানের পরিকল্পনার মধ্যে নেই।

 

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টের ইরান-বিষয়ক বিশেষ দূত জানিয়েছেন, চারজন মার্কিন নাগরিক ইরানে আটক থাকা অবস্থায় ওয়াশিংটনের পক্ষে পরমাণু চুক্তি আলোচনায় ফিরে আসা সম্ভব নয় । (সুবর্ণা/এনাম/রুবি)