টোঙ্গাকে সহায়তা দেওয়ার চেষ্টা করছে বেইজিং
2022-01-25 10:05:00

জানুয়ারি ২৫: গতকাল (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, টোঙ্গার দুর্গত এলাকার কথা বিবেচনা করে বিভিন্ন পদ্ধতিতে দেশটিকে সহায়তা দেওয়ার চেষ্টা করছে বেইজিং।

 

তিনি বলেন, টোঙ্গার কাছে প্রথম দফা ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বেইজিং এবং দেশটিকে এক লাখ মার্কিন ডলার জরুরি মানবিক সহায়তা দিয়েছে চীনের রেড ক্রস সোসাইটি। ভবিষ্যতে সেখানে আরো তিন দফা জরুরি চিকিত্সা সামগ্রী পাঠাবে চীন।

 

দ্রুত সংকট মোকাবিলায়  দ্বিতীয় দফায়  প্রায় ২ কোটি ইউয়ান মূল্যের জরুরি ত্রাণ সামগ্রী পাঠাবে বেইজিং। টোঙ্গার অদূরে অবস্থিত ফিজির চীনা দূতাবাসের মাধ্যমে ১০ লাখ ইউয়ানের ত্রাণ সামগ্রী ইতোমধ্যে দুর্যোগকবলিত দেশটিতে পাঠিয়েছে বেইজিং। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে পানীয় জল, জরুরি খাবার, ডায়নামো ও জল পাম্প ইত্যাদি। (সুবর্ণা/এনাম/রুবি)