জার্মান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওয়াং ই’র ভিডিও-বৈঠক অনুষ্ঠিত
2022-01-21 10:24:03

জানুয়ারি ২১: গতকাল (বৃহস্পতিবার) চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং জার্মানির নতুন পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়াবক এক ভিডিও-বৈঠকে মিলিত হন।

বৈঠকে ওয়াং ই বলেন, দু’দেশের উচিত শীর্ষ নেতৃবৃন্দের যৌথ সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন করা, দ্বিপাক্ষিক সহযোগিতায় অভিন্ন কল্যাণ অর্জন করা, চীন-ইউরোপ সম্পর্কে নেতৃত্ব দেওয়া। এতে দ্বিপাক্ষিক সংলাপ ও সহযোগিতা জোরদার হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের স্বাস্থ্যকর ও স্থিতিশীল উন্নয়ন সম্ভব হবে।

ওয়াং ই আরও বলেন, পারস্পরিক সহযোগিতার জন্য আরও সুবিধাজনক নীতিমালা গ্রহণ করা প্রয়োজন। ডিজিটাল, টেলিযোগাযোগ, বাণিজ্য, কৃষিবিজ্ঞান ও প্রযুক্তি, এবং সবুজ উন্নয়নে দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন সম্ভাবনা সৃষ্টি করতে হবে। তিনি চীনে জার্মান শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিনিয়োগকে স্বাগত জানিয়ে, চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য জার্মানিতে আরও সুষ্ঠু ব্যবসা-পরিবেশ নিশ্চিত করার আহ্বানও জানান।

এসময় জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের সাথে স্থিতিশীল অংশীদারিত্বের সম্পর্ক আরও উন্নত করতে আগ্রহী তাঁর দেশ।  জার্মানি ‘একচীন নীতি’ অনুসরণ করে যাবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।

বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে ধারাবাহিক উদযাপনী অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে একমত হন। (সুবর্ণা/আলিম/মুক্তা)