বেইজিং অলিম্পিক চলাকালে যুদ্ধবিরতি মেনে চলার তাগিদ দিল জাতিসংঘ
2022-01-21 10:32:06

জানুয়ারি ২১: বেইজিং শীতকালীন অলিম্পিক ও প্রতিবন্ধী অলিম্পিক গেমস চলাকালে সংশ্লিষ্ট সদস্যরাষ্ট্রগুলোকে ‘অলিম্পিক যুদ্ধবিরতি’ মেনে চলার তাগিদ দিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের বর্তমান প্রেসিডেন্ট আব্দুল্লাহ শাহিদ। গতকাল (বৃহস্পতিবার) জাতিসংঘের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ১৯৯৩ সালের অক্টোবর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাবে, যুদ্ধ-বিগ্রহে লিপ্ত  সদস্যদেশগুলোকে, অলিম্পিক গেমসের আগের সপ্তাহ থেকে শুরু করে গেমস সমাপ্তির পরের এক সপ্তাহ পর্যন্ত, ‘অলিম্পিক যুদ্ধবিরতি’ মেনে চলার তাগিদ দেয়। গত বছরের ডিসেম্বর মাসেও জাতিসংঘ সাধারণ পরিষদের এক প্রস্তাবে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস চলাকালে যুদ্ধবিরতি মেনে চলার তাগিদ দেওয়া হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ক্রীড়া ও অলিম্পিকের চেতনা  বৈশ্বিক স্থিতিশীলতার জন্য খুব জরুরি। ক্রীড়া, সংস্কৃতি, শিক্ষা ও টেকসই উন্নয়নের মাধ্যমে বৈশ্বিক শান্তি অর্জন করা সম্ভব। (সুবর্ণা/আলিম/মুক্তা)